সিদ্ধিরগঞ্জে এক পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যার মামলায় আশরাফুল নামের এজাহারভুক্ত আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ রায় দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী এখনো পলাতক আছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম লায়লা বেগম এবং তার বোন একসাথে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অসুস্থতার কারণে ঘটনার দিন লায়লা বাসায় থাকেন এবং তার বোন চাকরিতে যান। এর সুযোগে ৪-৫ জন এসে তাকে সংঘবদ্ধ ধর্ষণ এবং হত্যা করে। ভিকটিম বোন যখন চাকরি থেকে বাসায় ফিরে আসেন তখন বাসার মধ্যে ভিক্টিমের বস্ত্রহীন লাশ দেখতে পান। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশের এসে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে ২০১৮ সালের এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ