1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. reduanulhoque11@gmail.com : reduanulhoque :
  4. sohag42000@gmail.com : sohag42000 :
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন ভোটের পক্ষে বিএনপি নেতার অডিও ফাঁস সেতুমন্ত্রীর ভাইসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ দিন ৩ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ বরিশালে বাস চলাচল বন্ধ মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার ৪ দিনের রিমান্ডে ডিবিতে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যা জানালেন মিল্টন সমাদ্দারের স্ত্রী ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর তাপমাত্রাজনিত সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গাইডলাইন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার সদস্যদের মাঝে জি আর চাউল বিতরণ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ও বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের আহার্য প্রদানে বরাদ্দকৃত জি আর চাউল প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদরের ইসদাইর বাজার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া শেষে জি আর চাউল বিতরণ করা হয় প্রতিবন্ধীদের মাঝে।

এসময় জি আর চাউল বিতরণের পূর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ বাংলাদেশের সাধারণ জনগন ও মাননীয় প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ সবার জন্য সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেয মাসুদুর রহমান। পরে ৫০ জন দৃষ্টি,শ্রবন, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি করে বরাদ্দকৃত ৫০০ কেজি জি আর চাউল বিতরণ করা হয়।

সংগঠনের মহাসচিব ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জি আর চাউল বিতরণের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার যুগ্ম মহাসচিব আকরামুল ইসলাম।বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের সংগঠনের ডোনার ছিলো কিন্তু বর্তমান আমাদের কোন ডোনার নেই।আমাদের সংগঠনের প্রতিবন্ধীদের বিভিন্ন সহযোগিতার জন্য আমাদের ইউসুফ ভাই অনেক কাজ করেন। বিভিন্ন দফতরে উনি নিজের কাজ ফেলে আমাদের সাহায্য নিয়ে আসেন। জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীবান্ধব কিন্তু আমরা বর্তমান সরকারের কাছ থেকে আশানুরূপ সেভাবে সহযোগিতা পাচ্ছি না। তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের দিকে যেন একটু সুনজর দেন।

oppo_0

সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব ইউসুফ হাওলাদার বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীবান্ধব। প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা পাবার কথা আমরা তা পাই না কারন উনার পর্যায় সেভাবে আমরা পৌঁছাতে পারছি না।কিন্তু আমরা যতটুকুই পাচ্ছি তা নিয়েও আমরা সন্তুষ্ট। আমাদের জেলা প্রশাসক ও সাংসদ সদস্য সহ নাসিক মেয়রের তৎপরতাই আমরা আরো সুযোগ সুবিধা পেতে পারি যা সরকার আমাদের জন্য বরাদ্দ রেখেছে বা আমরা এখনো পর্যন্ত সেখানে পৌঁছাতে পারি নাই সহযোগিতা পাবার জন্য।আজকে আমরা ৫০০ কেজি পেয়েছি একসময় হয়তো এর পরিমান বেড়ে ৫ হাজার কেজিও হতে পারে।তাই আপনেরা নিরাস হবেন না। আজকে আমাদের মাঝে সরকারি জি আর চাউল দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের জেলা প্রশাসককে অসংখ্য ধন্যবাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তিতুমীর , আব্দুস সাত্তার, ফারুক হোসেন, সাধারণ সদস্য হালিমা বেগম, মহাসচিবের সহধর্মিণী রেনু বেগম, নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ইয়ারুন নেছা ময়না প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park