সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল ৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় গিয়াস উদ্দিনের বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সভাপতি ডিএইচ বাবুল, সহ-সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মো: সাগর, সদস্য ডালিম প্রধান, মিয়াচানসহ আরো অনেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এম এ হালিম জুয়েল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন। এ সময় আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য সকলকে আহবান জানান। মানুষের দোরগোড়ায় জনগনের সেবা পৌছে দেয়ার জন্য সকলকে বলেন। যেকোন সমস্যায় মানুষের পাশে দাড়ানোর জন্য বলেন। নির্বাচনে মানুষের মন জয় করা ছাড়া বিজয়ী হবার সম্ভব নয়, তাই মানুষের সেবা করে মানুষের মন জয় করার জন্য বিএনপি নেতাকর্মীদের আহবান জানান গিয়াসউদ্দিন। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে একমাত্র সদস্য করে এবং অধ্যাপক মামুন মাহমুদকে আহবায়ক করে ৫সদস্য বিশিস্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রিয় বিএনপি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ