প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী ও প্রতিদিনের নারায়ণগঞ্জে গতকাল (০৬ অক্টোবর) রবিবার “চাঁদাবাজি, লুটপাট, ঝুঁট সেক্টরের নিয়ন্ত্রণ নিতে ইপিজেডে হুমকি, বিএনপি নেতা পরিচয়ে মনির ২ মাসে বনে গেছেন কোটিপতি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভুল বুঝিয়ে এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীতভাবে সংবাদটি প্রকাশ করিয়েছেন। ফলে আমার রাজনৈতিক ও সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এই মিথ্যা সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামীলীগের মদদপুস্ট এবং তাদের দোসররা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতৃবৃন্দের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রকারী এবং যারা তাদের দ্বারা প্রভাবিত হয়ে এসব অপপ্রচারের সঙ্গে যুক্ত তাদের প্রতি আহ্বান জানাই, ভিত্তিহীন তথ্যসম্বলিত অপপ্রচার থেকে নিজেদের বিরত রাখার জন্য। পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে মোকাবেলার সাহস হারিয়ে পক্ষটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হননের কাজে নেমেছে বলে অভিমত দেন তিনি। প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাহিরে ছিলাম। আমার সাথে এগুলো সাবেক কাউন্সিলর (মতির সাথে আঁতাত করে ব্যবসা নিয়ন্ত্রণ) এসব যায়না। আমি তাঁর (মতির) দ্বারা অসংখ্য মামলা মোকদ্দমার হেনস্থা হয়েছি। আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমি এসব ভিত্তিহীন কর্মকান্ডের সাথে জড়িত নই। তিনি আরো বলেন, সম্পূর্ণভাবে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও পারিবারিক সুনামকে ব্যবসায়িক ভবিষ্যতকে নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এ সংবাদ প্রকাশ করানো হয়েছে। ইপিজেডের সকল সরকারি সকল নিয়ম কানুন মেনে ভ্যাট ট্যাক্স পরিশোধ করে সুনামের সহিত আমি ব্যবসা করে আসছি। গণ মানুষের সফল গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটি পক্ষ ইপিজেডসহ নানা স্তরের ব্যবসা প্রতিষ্ঠানে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু দলের নির্দেশে এসব কুচক্রী মহলের ঘৃণ্য ষড়যন্ত্রে আমি এবং আমার দলের নেতাকর্মীরা বাঁধা প্রদান করায় আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি সুনামের সাথে রাজনীতি করছি বিদায় আমার সুনামকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারোর প্ররোচনায় এই ধরণের সংবাদ প্রচারিত হয়েছে বলে আমি মনে করি। তাই সাংবাদিক ভাইদের কে সংবাদ করার পূর্বে সংবাদের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করার আহ্বান জানাই। সেই সাথে উক্ত প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত :- মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক – নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ