আগামী নির্বাচনে জাতীয় সংসদে সব দলের প্রতিনিধির অংশগ্রহণ রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ (২৯ সেপ্টেম্বর) রবিবার বিকাল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে এক গণ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামের নীতি আদর্শ মেনে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সব দলের মতামত নিয়ে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে জনসমর্থন থাকবে। ইসলামি আন্দোলনের প্রতি সব ধরনের মানুষের আস্থা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে রাত জেগে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহাড়রা দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছে।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ইসলাম শান্তি ধর্ম এটি প্রতিষ্ঠা করা হবে। এতে মুসলমান হিসেবে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ইসরায়েল হচ্ছে ডাকাত। তাঁকে সহযোগিতা করছে আমেরিকা। ভারতে মুসলমানরা তাঁদের ধর্ম ইসলাম পালন করতে পারছে না। পতিত আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যত চুক্তি করেছে, সবই করেছে ভারতের স্বার্থে।
উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুফতী আব্দুল্লাহ তাহের কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সালেহীন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরীসহ আরও অনেকে।#(ছবিসহ)
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ