প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও (নাসিক) ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন।
আজ বুধবার তিনি গণমাধ্যমের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ইকাবাল হোসেন বলেন, আমাদের প্রিয় নেতা আবদুল আউয়াল মিন্টু সাহেব ন্যাশনাল ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক পদে ফিরেছেন। তিনি একজন যোগ্য ব্যক্তি। তার যোগ্যতা অনুযায়ী তিনি এই পদ পেয়েছেন। আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই।
এর আহে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালক হিসেবে তাকে রেখেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ