নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লেক থেকে মো. আরিফ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে লেকের সিআইখোলা এলাকার অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। নিহত আরিফ কুমিল্লার হোমনার গোয়ারী ভাঙ্গা এলাকার হোসেন আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রজ্জব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
তার মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘আরিফের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। পারিবারিক অশান্তির কারণে সে আত্মহত্যা করতে চাইলে পানিতে ডুবে কখনোই আত্মহত্যা করবে না। কারণ সে সাঁতার জানতো না। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে।’
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে তার শরীরের পিঠে, পাজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ