‘জুলাই-আগস্টে আন্দোলনে মৃত্যুর জন্য শেখ হাসিনাসহ তার দোসরদের যথাযথ বিচারের’ দাবিতে ঢাকায় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এ কর্মসূচিতে যোগ দেয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কয়েক হাজার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হয়। পরে তারা শহীদ মিনারের বেদীতে অবস্থান নেয়। এসময় গণ-অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল ‘পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা’, ‘২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব’, ‘শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা’, ‘গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন’, ‘রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন’ এবং ‘কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংসতা’র মূল হোতা হিসেবে শেখা হাসিনাকে দায়ী করে তার ও তার সহযোগীদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তিনি জানান, আজ আওয়ামী লীগের যেকোনো বিশৃঙ্খলা ঠেকিয়ে দিতে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। ছাত্র-জনতার অর্জন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য ছাত্রদল মাঠে অবস্থান ধরে রাখবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ