নারায়ণগঞ্জ প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি চাষাড়া-আদমজীর প্রধান সড়ক হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল গুছাতে বলায় এ সময় সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি তুলেন ছাত্রদল নেতারা। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী হিসেবে দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিও জানানো হয়।
প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে সাংবাদিদের সাথে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ