সিরাক বাংলাদেশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিরাক-বাংলাদেশ জাতিসংঘের অঙ্গসংস্থা ‘ইউএনডিইএফ’ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ‘নগর যুব কাউন্সিল’ গঠনে তরুণদের সম্পৃক্তকরণ প্রকল্প’ বাস্তবায়ন প্রকল্পের অংশ হিসেবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনলাইনের মাধ্যমে শুক্রবার (৫ জুলাই) সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এর আগে প্রার্থিরা অনলাইনে বিভিন্নভাবে প্রচার-প্রাচারনা চালায়। পরবর্তীতে ভোট গণনা কার্যক্রম শেষ করে ১০ , ১১ ও ১২ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন মেহেরাব হোসেন অপু।
নির্বাচনের শুরু থেকেই মেহেরাব হোসেন অপু নির্বাচনের সব নিতিমালা অনুযায়ী তার নির্বাচনী প্রচারনা ও সকল কর্মকান্ড করে এসেছেন। অনলাইনে বিভিন্নভাবে তিনি তার এলাকার ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়েছিলেন। তার প্রতি আস্থা রেখে ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে ১০,১১ ও ১২নং ওয়ার্ডের যুব নগর কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ