সোমবার (৮ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এই আদেশে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাব-৫ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।’ ওই আদেশে আদেশে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮ এর অধিনায়ক, র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেন্স উইংয়ের পরিচালক, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছে।