মুন্সীগঞ্জের লৌহজংয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা উদযাপন হয়েছে। এ উৎসব উপলক্ষে আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া সার্বজনীন হরিসভা থেকে হলদিয়া হরিসভা পর্যন্ত রথযাত্রা র্যালী বের করা হয়।
সাতঘড়িয়া শ্রী শ্রী গৌরগোপাল নামহট্ট সেবাসংঘের সভাপতি সুখময় কৃষ্ণ দাস সুনীলের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতঘড়িয়া সার্বজনীন হরিসভার সভাপতি বাদল ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন দাস, শ্রী শ্রী গৌরগোপাল নামহট্ট সেবাসংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণ অবতার দাস, বালিগাও বালুর মাঠ শ্রী শ্রী গৌরগোপাল নামহট্ট সেবা সংঘের সভাপতি রুহি দাস মন্ডল প্রমুখ।#
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ