ছাগলকান্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।
সম্পতিগুলোর মধ্যে মতিউরের বরিশালে মুলাদী উপজেলায় ১১৪ শতাংশ জমি, লায়লা কাণিজের নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার মারজাল ইউনিয়নের ৫২২ দশমিক ৫২ শতাংশ জমি ও বসুন্ধরায় ২ হাজার ৪৪৫ স্কায়ার ফিট ফ্ল্যাট, নরসিংদিতে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের ২৭৫ দশমিক ৮৫ শতাংশ জমি, নরসিংদীতে ফারজানা রহমান ইন্সিতার ১০৬ দশমিক ৫৬ শতাংশ জমি ও ঢাকার বসুন্ধরায় ৫ কাঠা জমির উপর বহুতল ভবন, ধানমন্ডিতে শাম্মী আখতার শিভলীর একটি ফ্ল্যাট ও বসুন্ধরায় ৫ কাঠা জমি রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, দুদকের উপ-পরিচালক (টিম লিডার) আনোয়ার হোসেন, সহকারী পরিচালক (সদস্য) মাহমুদুল হাসান, ও উপ-সহকারী পরিচালক (সদস্য) সাবিকুন নাহারের সমন্বয়ে ৩ (তিন) সদস্য বিশিষ্ট অনুসন্ধান টীম গঠন করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ