1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র জনসভা সফল করায় ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সকলকে অভিনন্দন আগামী নির্বাচনে জাতীয় সংসদে সব দলের প্রতিনিধির অংশগ্রহণ রাখার আহ্বান- লৌহজংয়ে রেজাউল করীম নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র জনসভায় মোর্শারফ, ছালাম ও কামরুজ্জামানের এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ৫ই আগস্ট সরকারের সাথে পুলিশ বাহিনীও পরাজিত হয়েছে …………….. মুহাম্মদ গিয়াসউদ্দিন আসন্ন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি:  সভাপতি পদে এগিয়ে একে হিরা শেখ হাসিনার বিচার কেন হবে না প্রশ্ন ড. ইউনূসের না.গঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত…. অপকর্ম করলে, দল ব্যবস্থা নিতে কোন দ্বিধা বোধ করবে না না.গঞ্জে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অকিল ভুইয়ার শুভেচ্ছা

কোস্টারিকা রুখে দিলো শক্তিশালী ব্রাজিলকে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শুরু থেকেই কোস্টারিকাকে চেপে ধরে ব্রাজিল। তবে তাদের একের পর এক আক্রমণ ভেস্তে যায় কোস্টারিকার রক্ষণদেয়ালের জন্য। ম্যাচজুড়ে একটি আক্রমণও না করা দলটির কাজ ছিল কেবল ব্রাজিলিয়ানদের আটকে রাখা। আর সেটিই করে দেখিয়েছে তারা। ড্র করে রুখে দিয়েছে সেলেসাওদের। কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে আজ বাংলাদেশ সময় ভোরো শুরু হওয়া ম্যাচটিতে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ব্রাজিল। তবে কোস্টারিকার রক্ষণভাগ দেয়ালের মতো বাধা দিতে থাকে তাদের। কোনোভাবেই এই রক্ষণভাগ ভেদ করতে পারছিল না তারা। ২২তম মিনিটে দারুণ এক সুযোগ পায় লুকাস পাকুয়েতা। বাঁ দিক থেকে প্রতিআক্রমণে গিয়ে তার উদ্দেশে বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু বলটি ঠিকঠাক শট নিতে পারেননি ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার।

৩০তম মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রাফিনিয়ার নেওয়া ফ্রি-কিক থেকে রদ্রিগোর পাসে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কিনিয়োস। তবে লম্বা সময় ভিএআর চেকের পর সেটি বাতিল হয় অফসাইডের কারণে। ৪০তম মিনিটে বক্সে ভারগাসের ফাউলের শিকার হন পাকুয়েতা। তখন পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি দেননি।

বিরতির পরও একইভাবে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ৬৩তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। তবে পাকুয়েতার বুলেট গতির শটটি পোস্টে লেগে প্রতিহত হয়। ৭২তম মিনিটে অল্পের জন্য নিজেদের জালে হেডে বল পাঠাননি কোস্টারিকা ডিফেন্ডার কুইরোস।

৭৯তম মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাজিল। সতীর্থের ক্রস বক্স থেকে দুর্দান্ত এক শট নেন আরানা। তবে কোস্টারিকা গোলরক্ষক সেটি ঝাপিয়ে ঠেকিয়ে দেন। ৮৫তম মিনিটে সাভিওর শট ঠেকিয়ে দেন ভারগাস। ৮৭তম মিনিটে বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে চতুর্থবারের মতো পেনাল্টির আবেদন করে ব্রাজিল। তবে এবারও গলেনি রেফারির মন।

যোগ করা সময়ে দারুণ এক সুযোগ পান রদ্রিগো। বক্সে আসা শট কোস্টারিকা ফুটবলারের পায়ে লেগে চলে যায় পাকুয়েতার কাছে। তার দেওয়া দারুণ পাস গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দরিভাল জুনিয়রের শিষ্যদের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park