শেষ বিকেলের হটাৎ বৃষ্টিতে তাপমাত্রা কমেছে নগরীর। আগে বিগত কিছুদিন প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ হয়ে ওঠেছিলো জনজীবন। তাপমাত্রায় শ্রমজীবী ও দিন মজুর মানুষ রোজগারেও ভোগান্তিতে পড়েন। তবে এ স্বস্তির বৃষ্টিতে কিছুটা প্রশান্তি এসেছে নগরীতে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সাড়ে ৫টা থেকে নগরীসহ আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সড়েজমিনে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই একদিকে যেমন কেউ বৃষ্টি থেকে আড়াল হচ্ছেন, অন্যদিকে কেউ আবার গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টি উপভোগ করতে নেমে গেছেন। ফুটপাতের হকাররা তড়িঘড়ি করে ঘুছিয়ে নিয়েছেন পসরা, দোকানদাররাও বৃষ্টি থেকে তাদের পন্য বাঁচাতে ব্যস্ত। বৃষ্টির কারণে নগরীর আশপাশে অলিগলিসহ প্রধান সড়কে কমেছে যান বাহনের চাপ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ