আজ সোমবার (১ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ রাত ৮টা ৫০ মিনিটে সদর দপ্তরে খবর আসে ডেমরার কোনাপাড়া এলাকার ধার্মিকপাড়ার একটি গ্যারেজে রাখা কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডেমরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।