1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র জনসভা সফল করায় ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সকলকে অভিনন্দন আগামী নির্বাচনে জাতীয় সংসদে সব দলের প্রতিনিধির অংশগ্রহণ রাখার আহ্বান- লৌহজংয়ে রেজাউল করীম নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র জনসভায় মোর্শারফ, ছালাম ও কামরুজ্জামানের এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ৫ই আগস্ট সরকারের সাথে পুলিশ বাহিনীও পরাজিত হয়েছে …………….. মুহাম্মদ গিয়াসউদ্দিন আসন্ন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি:  সভাপতি পদে এগিয়ে একে হিরা শেখ হাসিনার বিচার কেন হবে না প্রশ্ন ড. ইউনূসের না.গঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত…. অপকর্ম করলে, দল ব্যবস্থা নিতে কোন দ্বিধা বোধ করবে না না.গঞ্জে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অকিল ভুইয়ার শুভেচ্ছা

নিউইয়র্কে মা ভাইয়ের সামনে বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুজন পুলিশের করা গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত ওই তরুণের নাম উইন রোজারিও (১৯)। তার পরিবার দশ বছর আগে বাংলাদেশ ছেড়ে যায়। নিহত ওই তরুণ মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার (২৭ মার্চ) বিকেলের দিকে কুইন্সে তার নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সী এক তরুণকে নিউইয়র্কে বুধবার তার কুইন্সের বাড়িতে পুলিশ গুলি করে। এতে তিনি নিহত হন। নিহত ওই তরুণ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।

কর্মকর্তারা বলেছেন, উইন রোজারিও নামের ওই তরুণ কাঁচি দিয়ে পুলিশ অফিসারদের দিয়ে তেড়ে যান। এরপর একপর্যায়ে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। নিউইয়র্ক টাইমস বলছে, কিন্তু নিহত তরুণের ভাই এই গুলি চালানোর ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি ঘটনার পুলিশি বিবরণের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, তার মা ছেলেকে আটকাচ্ছিলেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, পুলিশ অফিসারদের তাদের বন্দুক থেকে গুলি করার দরকার ছিল না।

এদিকে পুলিশ গুলি চালানোর পরপরই উইন রোজারিওকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওজোন পার্কের ১০৩তম স্ট্রিটে তার পরিবারের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।  পুলিশ ডিপার্টমেন্টের টহল প্রধান জন চেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই পুরো ঘটনার ভিডিও ফুটেজ কর্মকর্তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তবে সে ফুটেজ প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park