কর্মজীবীদের মনে উৎসবের আমেজ তৈরি করে ছুটির দিনগুলো। এসব দিনে অনেকেই বাসায় বসে বই পড়া, রান্না করা, মুভি দেখে সময় কাটাতে পছন্দ করেন। কেউ কেউ আবার ঘরের চার দেয়ালের মাঝে বসে না থেকে, ঘুরতে পছন্দ করেন। হতে পারে সেটা পরিবার কিংবা বন্ধু-বান্ধবীদের সাথে নিয়ে। তবে গ্রামীণ পরিবেশ ও বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতির আমেজ নিতে, ছুটির দিনে চলতি মাসেই ঘুরে আসতে পারবেন নারায়ণঞ্জের বাণিজ্যমেলা এবং কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
কিভাবে যাবেন ?
শহরের চাষাঢ়া হতে বাস, লেগুনা বা অটোযোগে চলে যাবেন সাইনবোর্ড এলাকায়। সেখান থেকে ফুটওভার ব্রীজ পার হয়ে মহাসড়কের ওইপার থেকে বাসে করে যাত্রা শুরু করবেন। চাইলে চাষাঢ়া হতেই বাস বা অটোযোগে চিটাগাং রোড যেতে পারেন। বাস যোগে কাচপুর, রুপসী ভুলতা হয়ে কাঞ্চন সেতু পার করে নেমে যাবেন। কাঞ্চন ব্রীজ বাস স্ট্যান্ড থেকেই অটো যোগেই যেতে পারেন বাণিজ্যমেলায়। অপরদিকে শহরের চাষাড়া থেকে বাসযোগে আপনাকে যেতে হবে সাইন বোড এলাকায়। সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মেঘনা ব্রিজের কাছাকাছি মোগরাপাড়া বাস স্টেশনে আসতে হবে। অতঃপর সি.এন.জি/রিকশাযোগে এ মেলায় যাওয়া যাবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ