ফতুল্লায় ভেজাল কসমেটিকস উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১১- এর একটি দল।বুধবার (০৭ ফেব্রæয়ারি) বিকেলে কুতুবপুরের উত্তর-পূর্ব মুন্সিবাগ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে অনুমোদনবিহীন ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ‘ডিভাইন কসমেটিক্স’কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অবৈধপন্থায় উৎপাদিত ভেজাল পণ্যসমূহ ধ্বংস করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ’র সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নেতৃত্বে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী সাহাবুদ্দিন আহমেদ, ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহেল আকতার।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ