কোনো বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না, ইইউ প্রতিনিধিদলকে বিএনপি
ডেস্ক রিপোর্ট:
প্রকাশের সময় :
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান। মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদসহ দলটির সিনিয়র পাঁচ নেতাও এতে অংশ নেন। বৈঠক সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি প্রতিনিধিদলকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবহিত করে তারা বলেন, ভোটে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের শরিক ও মিত্র দল। কোনো বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। বিএনপি নেতারা আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে এবং ভোটার উপস্থিতি বাড়াতে তাদের দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী করেছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সরকার নিয়ন্ত্রণ করছে।