বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের শেষদিন নগরীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে আদমজী-চাঁনমারি নতুন সড়কের খানপুর বৌবাজার থেকে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলের নেতৃত্ব দেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ সময় যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ