অগ্নি সন্ত্রাস, জালাও পোড়াও এর বিরুদ্ধে শামীম ওসমান এমপির ডাকা শান্তি মিছিলে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ফরিদ আহমেদের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। আজ সোমবার ( ২০ নভেম্বর ) দুপুর ২টায় দাপা ইদ্রাকপুর সাহারা সিটি মাঠ থেকে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে তারা পঞ্চবটী এলাকায় শামীম ওসমানের ডাকা শান্তি মিছিলে যোগ দেন। মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলহাজ ফরিদ আহমেদ লিটন বলেন, কোন অগ্নিসংযোগকারী দেশের সাধারন মানুষের বন্ধু হতে পারেনা। হতে পারেনা কোন উন্নয়ন প্রেমী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে আগামীতেও প্রধানমন্ত্রী হিসেবে চায় দেশের সাধারন মানুষ। আগামী ৭ জানুয়ারী নির্বাচনের দিন প্রধানমন্ত্রী অধস্থাভাজন শামীম ওসমানকে আবারো ভোট দিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী রাসেল আহমেদ মাসুম সহ শতাধিক স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ