সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দিনে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী হাজী মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত। আজ রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড থেকে শান্তি মিছিলটি শুরু করে সানারপাড় হয়ে পূনরায় মৌচাক বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে নেতাকর্মীদের নিয়ে পূনরায় মৌচাক বাসবাস্ট্যান্ডে অবস্থান নেন। এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এসময় হাজী মো. শফিকুল ইসলাম বলেন বিএনপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নস্যাৎ করতে বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রসীদের নৈরাজ্য প্রতিহত করতে আমরা রাজপথে আছি। জনগনের জানমাল রক্ষাকরার জন্য আমাদের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আছে। বিএনপি, জামায়াতের এই অবরোধ দেশের জনগণ মানে না, মানবেনা। তিনি আরো বলেন মৌচাক থেকে সাইনবোর্ড পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা যেন আগুন সন্ত্রাস করতে না পরে তার জন্য আমাদের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত আছে। বিএনপি জামায়াতের ঐসব আগুন সন্ত্রাসীদের যদি কেহু দড়িয়ে দিতি পারে তা হলে আমাদের পক্ষে থেকে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ সময় শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মো. মহিউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা, হযরত আলী, হোসেন মেম্বার, জাহাঙ্গীর হোসেন, হাসান আলী, সাইফুল ইসলামসহ যুবলীগ নেতা মাহিন, নাসিক ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী রাকিব মোল্লা, রায়হান, মিলন, আসিফ, সৌরভ, পলাশ, রাজু, মেহেদী, মহিলা নেত্রী শাহিনুর বেগম, শাহিনুর বেগম, লজ্জত, ফাতেমা ও রহিমা প্রমূখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ