আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন দলটর যুগ্ম মহাসচিব সালাউদ্দিন খোকা মোল্লা। দলটির নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করছে জাতীয় পার্টি। ভোটের মাঠে আওয়ামী লীগের সাথে জোট গড়লে হিসেব কিছুটা পাল্টাতে পারে। আর যদি জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন সালাউদ্দিন খোকা মোল্লার হাতেই উঠছে। নারায়ণগঞ্জ জেলার অন্যান্য আসনগুলোতে প্রার্থীতা নিয়ে কিছুটা জটিলতা থাকলেও নারায়ণগঞ্জ-৪ আসনে খোকা মোল্লার বিকল্প আর কেউ নেই বলে জানান দলটির কেন্দ্রীয় একাধিক নেতা। দলটির একাধিক নেতা জানান, রাজনৈতিক ও সামাজিকভাবে ফতুল্লার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান হিসেবে পুরো নারায়ণগঞ্জেই রয়েছে তাদের গ্রহণযোগ্যতা। রাজনীতিতে সজ্জ্বন ব্যক্তি হিসেবে পরিচিত খোকা মোল্লা ইতিমধ্যেই রাজনীতির মাঠে স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নমিনেশন পেয়েছিলেন সালাউদ্দিন খোকা মোল্লা। কিন্তু সে সময় দলীয় সিদ্ধান্তকে সম্মান করে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে যাচ্ছে। সে হিসেবে খোকা মোল্লাকেই নারায়ণগঞ্জ-৪ আসনের একক প্রার্থী হিসেবে ভাবছে দল। এ বিষয়ে সালাউদ্দিন খোকা মোল্লা জানান, দলের চেয়ারম্যান জিএম কাদের স্যারের সাথে মিটিং হয়েছে। দল যদি নির্বাচন আসে তাহলে দল যে সিদ্ধান্ত নেবে আমি সে সিদ্ধান্ত মাথা পেতে নেবো। দল যদি আমার উপর আস্থা রাখে তাহলে এ আসনটি আমি আমার দলকে উপহার দেবো। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে জাতীয় পার্টির বিশাল একটা কর্মী বাহিনী আছে। যারা ভোট ব্যাংক হিসেবে পরিচিত।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ