বিশ্বকাপ বাছাইপর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে আজ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। এরমাধ্যমে আর্জেন্টিনার ১৪ ম্যাচের অপরাজয়ের ধারার অবসান ঘটিয়েছে উরুগুয়ে। দিনের আরেক ম্যাচে লুইস দিয়াজের জোড়া গোলে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কলম্বিয়া।
বুয়েন্স আইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপুর্ন ম্যাচের ৪১ মিনিটে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। ৮৭তম মিনিটে একটি প্রতিআক্রমন থেকে ফের গোল করে উরুগুয়ের জয় নিশ্চিত করেন লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজ।
২০২৬ বিশ^কাপের বাছাইপর্বে এটি ছিল লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনার প্রথম হার। এছাড়া কাতার বিশ^কাপে সৌদি আরবের কাছে ২-২ গোলে পরাজয়ের পর এটি ছিল বিশ^ চ্যাম্পিয়নদের প্রথম হার। এই পরাজয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেন,‘ ম্যাচে আমরা মোটেও স্বস্তিতে ছিলাম না।’
উরুগুয়ে দলের কোচ আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসার কাজের প্রশংসা করে মেসি যোগ করেন,‘ শারিরিক সক্ষমতা সম্পন্ন দলটি ভালই কাজ করেছে এবং প্রতিআক্রমনে তারা ছিল খুবই বিপজ্জনক। দলটিতে আপনি তার (বিয়েলসা) কাজের দক্ষতা দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনাসহ যে সমস্ত দল বা ক্লাবে তিনি কাজ করেছেন সেখানেই যোগ্যতার প্রমান দিয়েছেন।’
এদিকে ব্রাজিলের বিপক্ষে আগামী সপ্তাহের শোডাউনের আগেই শিষ্যদের হারানো মনোবল পুনরুদ্ধার করতে পারবেন বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন,‘ খুব কঠিন খেলা আসছে, সেখানে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এই দলটি অনেকবার দেখিয়েছে যে তারা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে।’
স্কালোনি আরো বলেন, ‘আমরা একটি দল হিসাবে জয়ী এবং পরাজিত হই। কখনো কখনো এমন সময় আসে যখন আপনাকে প্রতিপক্ষ দলের কৃতিত্ব স্বীকার করতে হয়।’
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ