পুলিশের দাবি, ছাত্রশিবিরের মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওর্দি কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবিরের একটি মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে টহল গাড়িতে থাকা চার পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। ওসি জানান, হামলায় গাড়িটির সামনের অংশের গ্লাস ভেঙে গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবিরকর্মীরা পালিয়ে গেছেন।