নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউর রহমান (৮৬) আজ (রবিবার) বিকেল পাঁচটায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল (সোমবার) সকাল দশটায় গলাচিপা মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজার মামা। তিনি অবজারভারসহ বিভিন্ন ইংরেজি দৈনিকে সাংবাদিকতা করেছেন। তিনি ইউনেস্কোর প্রতিনিধি হয়ে বিশে^র বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। মৃত্যুকালে পরিবারে তাঁর এক ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী ও আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ