মহা সমাবেশে পুলিশ-আওয়ামী লীগের হামলার অভিযোগে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। গতকাল সকালে এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে শুরু হয়ে গুলশান লিংক রোড পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি জুয়েল প্রমূখ।
—
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ