1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সোনালি অতীত ক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে নাসিক ৮নং ওয়ার্ডে জমি দখল নিতে হামলা, স্বামী-স্ত্রী আহত, থানায় অভিযোগ টঙ্গিবাড়ীতে বিএনপির প্রতিবাদ সভা ও মানববন্ধন আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে পুনরায় নিয়োগের প্রতিবাদে মানববন্ধন লৌহজং প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি শওকত হোসেন, সম্পাদক মানিক মিয়া মসজিদ কমিটি বিলুপ্ত করাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর  ছাত্র-জনতার উপর হামলায় ফতুল্লায় মামলা ** আসামি শামীমসহ যারা রয়েছে বন্দরে না.গঞ্জ মহানগর  বিএনপির সদস্য সচিব এড. টিপু উপর হামলা বন্দরের দেওয়ানবাগ মাজারে  হামলা, অগ্নিসংযোগ-লুটপাট  * ৪ জন আহত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থি পূর্ণ প্যানেল নির্বাচিত

উইয়ের ‘জয়ী পুরস্কার ও সম্মাননা’ পেলেন ২০ নারী উদ্যোক্তা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা দেশের শীর্ষস্থানীয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এবারও ‘উই-জয়ী’ পুরস্কার ও সম্মাননা দিয়েছে। ৬ ও ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ উই সামিটের সমাপনী দিনে ২০ জন নারীর হাতে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই পুরস্কার তুলে দেন। আজ শনিবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) উই আয়োজিত উই সামিট-২০২৩ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘লেট আস ইগনিট দ্য ফিউচার’। উইয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং এবারের উই সামিটের আহ্বায়ক নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে উই জয়ী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, সিসিএর কন্ট্রোলার এ টি এম জিয়াউল ইসলাম, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং দারাজের চিফ অপারেটিং অফিসার (সিওও) খন্দকার তাসফিন আলম।এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নারীরা ক্ষুদ্রভাবে কাজ শুরু করে ধীরে ধীরে বড় উদ্যোক্তা হচ্ছেন। নিজেদের পাশাপাশি পরিবারের দায়িত্ব নেওয়া এবং অনেকের কর্মসংস্থানে এগিয়ে এসেছেন।

জয়ী সম্মাননা পেলেন যারা
অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব শ্রেণিতে এ বছর জয়ী পুরস্কার পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও শিক্ষাবিদ প্রয়াত পান্না কায়সার। সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বর্ষসেরা করপোরেট লিডার শ্রেণিতে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী, স্বাস্থ্যসেবায় বর্ষসেরা উদ্ভাবক হিসেবে লাইফস্প্রিংয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ও সেক্সুয়াল মেডিসিনের প্রধান ডা. সুষমা রেজা, বর্ষসেরা সামাজিক প্রভাবক শ্রেণিতে বিশ্বব্যাংকের বেসরকার খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস, বর্ষসেরা ই-কমার্স পথিকৃৎ হিসেবে বিক্রয় ডটকমের সিইও ঈশিতা শারমীন, বর্ষসেরা এফ-কমার্স শ্রেণিতে স্টিডফাস্ট ক্যুরিয়ার লিমিটেডের চেয়ারম্যান জয়ী রিয়া মোস্তারি, বর্ষসেরা শিক্ষা প্রভাবক শ্রেণিতে টেন মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহিদ, বর্ষসেরা মিডিয়া ব্যক্তিত্ব শ্রেণিতে মঞ্চকর্মী, অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হক এবং বর্ষসেরা সামাজিক প্রভাবক শ্রেণিতে জয়ী পুরস্কার পেয়েছেন উইমেনস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ফারনাজ আলম।

জয়ী পুরস্কার পেলেন যারা
উইয়ের উদ্যোক্তা সদস্যদের মধ্যে ১০ জন এবার জয়ী পুরস্কার পেয়েছেন। বিজয়ীরা হলেন ফ্যাব্রিকার্টের আকসা হৈম (বর্ষসেরা উদ্যোক্তা), নুকি শপ বিডির জান্নাতুল ফেরদৌস (বর্ষসেরা স্থানীয় পণ্য), ত্রিরত্নের শাহিদা মনোয়ার (বর্ষসেরা অনুপ্রেরণা), ই-হাটবাজারের রাওয়াওদা তানজিদা (স্পিরিট অব দ্য ইয়ার), কাব্যকন্যার নাশিদ আন্দালিব (বর্ষসেরা উদীয়মান তারকা), রূপবানের শিমুল বিল্লাহ খান মজলিশ (বর্ষসেরা উদ্ভাবন), ফারহানাস ড্রিমের ফারহানা আক্তার (বর্ষসেরা সামাজিক উদ্যোক্তা), ওয়াজেদাস কালেকশনের পারভিন বেগম (বর্ষসেরা রপ্তানিকারক), স্বপ্নচূড়ার ইশরাত জাহান (বর্ষসেরা প্রচারণা) এবং কুকমাসালার ফেরদৌস আক্তার (বর্ষসেরা ব্যবসা)। উই সামিটের সমাপনী দিনের অনুষ্ঠানে জয়ী পুরস্কার ও সম্মাননা বিজয়ী প্রত্যেককে সম্মাননা স্মারক (ক্রেস্ট), উত্তরীয়, সনদ এবং উপহার প্রদান করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park