খালেদা জিয়াকে সরকার বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে উল্টো আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। আজ সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি। জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সরকার পদত্যাগের এক দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খালেদা জিয়াকে নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, আসলে তারা কাপুরুষ, ভীত। খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, আবার জনগণের মাঝে ফিরে আসেন তাহলে কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তখন তাদের তখতে তাউস (সিংহাসন) ধ্বংস হয়ে যাবে। বিএনপি মহাসচিব বলেন, ‘বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে সরকার নানা আইন-কানুন দেখাচ্ছে। যখন প্রধানমন্ত্রীর কানের সমস্যা হয়েছিল তখন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। খালেদা জিয়ার যখন জীবন-মরণের সমস্যা তখন এসব কথা বলছেন কেন? একটাই কারণ যে রাজনৈতিকভাবেই তারা বেগম জিয়াকে হিংসা করে, ভয় পায়। বেগম জিয়াকে সুস্থ হতে দিতে চায় না। খালেদা জিয়াকে রাজনীতি করতে দিচ্ছে না। আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে, দেশে কোনো বিরোধী দল থাকবে না। এ দেশে তারাই সরকার চালাবে, তারাই সরকারে থাকবে। তাদের কথাবার্তা শুনলে মনে হবে তারাই শুধু দেশের মালিক আর আমরা সব প্রজা।’গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার ছোট ভাই শামীম এস্কান্দার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, যেসব শর্তে তিনি সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত আছেন, তাতে আগের আদেশ চলমান থাকা অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব না। মির্জা ফখরুল বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে সরকার খুব খেপেছে। তাদের নেতা-মন্ত্রীরা সব কূটনীতিক শিষ্টাচার উপেক্ষা করে তার বিরুদ্ধে নানা কথাবার্তা বলছেন। এমনকি সরকারের বংশবদ টেলিভিশন চ্যানেলগুলোও মিথ্যাচার করছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য, সার-কীটনাশক-বীজ কোনো কিছুই পাচ্ছে না। মেগাপ্রকল্পের নামে সরকারের লোকেরা লুটপাট করে বিদেশে অর্থ পাচার ও বাড়ি করে আখের গোছাচ্ছে। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামে পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবীর রিজভী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশে উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ