ময়মনসিংহের গৌরীপুরে গত শুক্রবার রাতে র্যাব-১৪-এর হাতে আটক মাদক কারবারি মিজানুর রহমান মিঠু (২৮) হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ সময় অন্য মাদক ব্যবসায়ীদের হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে র্যাব-১৪-এর এসআই আনিছুর রহমান বাদী হয়ে শনিবার গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, র্যাব-১৪ কিশোরগঞ্জ কম্পানি-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের জিকু মিয়ার বাড়িতে অভিযান চালায়। মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যাগ ইয়াবা নিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিঠুকে আটক করা হয়। এ সময় মিঠুর ডাক-চিৎকারে তার সহযোগী দৌলতাবাদ গ্রামের স্বপন মিয়ার ছেলে জিকু মিয়া (৩০), মো. রফিকুল ইসলাম ওরফে টুকু (২৫), স্বপন মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫), মৃত গোলাম মোস্তফার স্ত্রী জুলেখা বেগমসহ (৫০) চার-পাঁচজন লাঠিসোঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। এই সুযোগে মিঠু হাতকড়াসহ পালিয়ে যান। তাদের হামলায় র্যাব সদস্য কনস্টেবল সীমান্ত দে, সৈনিক ওয়ালীদ হাসান আহত হন। পরে আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেকোনো সময় ধরা পড়বে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ