নারায়ণগঞ্জে কমেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় ৯ আক্রান্ত হবার খবর পাওয়া গেছে । গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ২জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩১জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ২৭জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে। পুরো জেলায় মোট ৬৬জন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন। চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ৬৫৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ