1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সোনালি অতীত ক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে নাসিক ৮নং ওয়ার্ডে জমি দখল নিতে হামলা, স্বামী-স্ত্রী আহত, থানায় অভিযোগ টঙ্গিবাড়ীতে বিএনপির প্রতিবাদ সভা ও মানববন্ধন আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে পুনরায় নিয়োগের প্রতিবাদে মানববন্ধন লৌহজং প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি শওকত হোসেন, সম্পাদক মানিক মিয়া মসজিদ কমিটি বিলুপ্ত করাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর  ছাত্র-জনতার উপর হামলায় ফতুল্লায় মামলা ** আসামি শামীমসহ যারা রয়েছে বন্দরে না.গঞ্জ মহানগর  বিএনপির সদস্য সচিব এড. টিপু উপর হামলা বন্দরের দেওয়ানবাগ মাজারে  হামলা, অগ্নিসংযোগ-লুটপাট  * ৪ জন আহত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থি পূর্ণ প্যানেল নির্বাচিত

প্রতারণার শিকার হয়ে ২ কোটি টাকা খোয়ালেন সানীপুত্র

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। অভিনয়ে এখন খুব বেশি একটা না দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আছেন। এই দম্পতির পুত্র ফারদিন এহসান স্বাধীন পেশায় ব্যবসায়ী। এবার লাভের আশায় অর্থ লগ্নি করে দুই কোটি টাকা লোকসান দিলেন এই তারকা পুত্র। বিষয়টি ফেসবুকে জানিয়েছেন বাবা ওমর সানী। তিনি পুত্র ফারদিনের একটি দীর্ঘ লেখা প্রকাশ করেছেন।

ওমর সানীর শেয়ারকৃত ওই পোস্টে স্বাধীন লিখেছেন, ৪০-৫০ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচার করেছেন নিশাত বিন জিয়া। আপনারা হয়তো এমটিএফই এবং এ রকম আরও অনেক অ্যাপের মাধ্যমে প্রতারণার কথা শুনেছেন। তবে কোনো অ্যাপ নয়, আজকে একজন ভণ্ড প্রতারক এবং অর্থ পাচারকারীর বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব।

এরপর তিনি লেখেন, নিশাত বিন জিয়া রুম্মান নামের এ ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ২০২২ সালের মাঝামাঝি দিকে। তিনি নিজেই আমাকে দাওয়াত দেন। তারপর থেকেই চেনা-জানা। বিভিন্ন সময় নিশাত নিজে নিজেই তার একটি আইটি ব্যবসার ব্যাপারে আমাকে ও আমার কিছু বন্ধুদের বলতে থাকেন। পরিচয় হওয়ার চার মাস পর আমাকে এবং আমার কিছু পরিচিত মানুষদের সঙ্গে তার একটু বন্ধুত্ব গভীর হওয়ার পরে কিছু নগদ অর্থ ব্যবসায়িক পুঁজি হিসেবে নেওয়া শুরু করেন। যদিও পরে জানা যায়, তার কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট দূরের কথা, কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই।

সানী-মৌসুমীপুত্র আরও লিখেছেন, আমার টাকাটা এক প্রকার ব্যবসায়িক লোনই বলতে পারেন। তারা এইসব লেনদেন যেন বাংলাদেশ সরকারের চোখে না পড়ে তাই সেগুলো বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করে থাকত। যা আমি পড়ে জেনেছি। ধাপে ধাপে তাকে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট ধার আকারে দুই কোটি পাঁচ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেছি। এবং তার বিপরীতে তাকে আমি বলেছি যে, আমাকে সিকিউরিটি হিসেবে আমার ইনভেস্টমেন্ট মূল্যের ব্যাংকের চেক প্রদান করতে হবে। সেই চেক প্রদান করে সে আমার থেকে জানুয়ারি ২০২৩ সাল ২ কোটি পাঁচ লাখ ৭০ হাজার টাকা বুঝে নেন। বিভিন্ন সময় তার কাছে আমার হকের টাকা চাইতে গিয়ে আমাকে এবং আমার অফিসের কর্মচারীদের হয়রানির শিকার হতে হয়।

এরপর অর্থপাচারের অভিযোগ এনে ফারদিন বলেন, নিশাত বিন জিয়া প্রতারণা করে অর্থ দুবাই পাচার করে তিন লাখ দিরহাম অর্থাৎ প্রায় এক কোটি টাকা এক সপ্তাহে ব্যবধানে খরচ করেন। পরে আরও জানা যায়, তিনি প্রতারণার টাকা দিয়ে তার উচ্চবিলাসী জীবন দেখিয়ে গত ৮ মাসে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করেছেন।

তবে টাকা খুইয়ে বসে নেই সানীপুত্র। ইতোমধ্যে নিয়েছেন আইনি পদক্ষেপ। তার ভাষায়, আমি ঢাকা ডিবি অফিসে গত এক মাস আগে একটি লিখিত অভিযোগ প্রদান করেছি। আমার পাশাপাশি সকল ভুক্তভোগীদের আমি ব্যক্তিগতভাবে চিনি। অনেকেই এখন মামলা করবে বলে এগিয়ে যাচ্ছেন। চেক দিয়েছে অর্থ আমাকে প্রদান করতে পারেনি তাই আমি চেকের মামলা দিচ্ছি, কিন্তু এত প্রতারণা অর্থপাচার এগুলোর জন্য কি কোনো বিচার হবে না? প্রসঙ্গত, ফারদিনের সঙ্গে নিশাত বিন জিয়া রুম্মানের পরিচয় ২০২২ সালে। তারপরই ব্যবসায়িক লেনদেনে জড়িয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park