নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা দোয়া মিলাদ ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুমিলপাড়ায় থানা যুবলীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মিলাদ শেষে মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমানের পরিবারসহ নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসী সকলের জন্য দোয়া করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রিয়াজ উদ্দিন রেণু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাষ্টার, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা আব্দুল আজিজ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম হীরা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা আ: কাদির, মো: ফোরকান, যুবলীগ নেতা ইউসুফ খান রবিন, ফারুক হোসেন, ফারুক আযম, মশিউর রহমান মশু প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ