1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. reduanulhoque11@gmail.com : reduanulhoque :
  4. sohag42000@gmail.com : sohag42000 :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৈমূর থেকে মীরজাফর : দিপু ভূইয়া ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রের ভিসানীতি….. আ. লীগ বলছে, পরোয়া করি না; বিএনপি বলছে, ইতিবাচক দূতাবাসের মুখপাত্র ……….. কতজন ভিসানীতির শিকার, প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র বড় হারে এশিয়ান গেমস শুরু বাংলাদেশ হকি দলের জনগণের মতামতের উপর ভিত্তি করেই গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে : ওবায়দুল কাদের সোনারগাঁয়ে অণ্ডকোষে আঘাত করে স্বামী হত্যার অভিযাগে ২য় স্ত্রী কারাগারে না.গঞ্জে ১ দিনে প্রায় অর্ধশত ডেঙ্গু আক্রান্ত, শতাধিক হাসপাতালে ভর্তি ‘সকলের সাথে সমান আচরণ করুন’ ….. প্রশাসনের উদ্দেশ্যে সাখাওয়াত না.গঞ্জে ইঞ্জিন মিস্ত্রির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, বন্ধু আটক

ফতুল্লায় পরকীয়ায় ভাগিনাকে নিয়ে পলালেন খালা, থানায় অভিযোগ!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড চৌরাস্তার মোড় সংলগ্ন এলাকার ব্যবসায়ী নজরুল (৩৯) নামের এক ব্যবসায়ীকে তালাক দিয়ে মোটা অংকের টাকা নিয়ে তার স্ত্রী মিতু আক্তার (২৩) পরকীয়া প্রেম করে আপন চাচাতো বোনের ছেলেকে নিয়ে উদাও হওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনায় ভূক্তবোগী নজরুল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিভিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরনে নজরুল জানান, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ইরতা কাশিমপুর এলাকায় তার নিজ বাড়ি বর্তমানে তিনি ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড চৌরাস্তার মোড় সংলগ্ন এলাকার আল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অত্র লিখিত অভিযোগের বিবাদী ১। মোঃ শিশির মিয়া (১৯), পিতা- মোঃ খোকন মিয়া, ২। মোঃ খোকন মিয়া (৪৮), পিতা-অজ্ঞাত, সর্ব সাং- মধ্য ধর্মগঞ্জ মাওলা বাজার উক্ত ৩নং বিবাদী আমার স্ত্রী মিতু আক্তার এর সাথে বিগত ৪ বছর পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক আমি বিয়ে করে ঘর সংসার করছি। সংসার করাকালে আমি জানতে পারি অন্য এক ছেলের সাথে তার পরকীয়া সম্পর্ক রয়েছে। পরবর্তীতে বিগত ০৩ বছর পূর্বে একতরফা ডিভোর্স দিয়ে তার পিতার বাড়িতে চলে যায়। আমাকে ডিভোর্স দেওয়ার অনুমান ০৬ মাস পর হইতে সে আমার সহিত প্রায় সময়ই মোবাইলে কথা বলিতো এবং আমাকে বিভিন্ন ভাবে আশ্বাস প্রদান করিয়া বলতো যে, সে আমাকে পুনরায় বিয়ে করবে। আমি সরল ভাবে তার কথায় বিশ্বাস করে তাহার চাহিদা মোতাবেক তাহাকে টাকা পয়সা দিয়ে আসছিলাম। পরবর্তীতে অপর বিবাদীদের যোগসাজসে বিগত আড়াই বছর ধরে তার সাবেক স্ত্রী মিতু আক্তার বিভিন্ন কৌশল অবলম্বন করে তার কাছ থেকে ১৪,৩০,০০০/- টাকা নেয়। পরে বেশ কিছুদিন পর জানতে পারি যে, তাহার আপন ভাগিনা শিশির মিয়ার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিভিন্ন যায়গায় ঘুরতে যায়। এরপর পূণরায় আমাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন সময় ঘুরাতে থাকে। বিয়ে করার জন্য চাপ দিয়ে মিতু আমাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। পরে শিশিরের পিতাকে জানালে সেও আমাকে হুমকি দেয়। এরই মধ্যে মিতু আমাকে ফোন করে বলে এক মাসের মধ্যে সে আমাকে বিয়ে করবে। তার এ কথায় আমি বিশ^াস করে সর্বশেষ গত ২০/০৮/২০২৩ইং তারিখে পূণরায় আরো ৭০ হাজার টাকা তার পিতা ও নিকট আত্নীয়দের সামনে প্রদান করা সহ বিভিন্ন সময়ে মোট ১৫,০০,০০০/- টাকা দেই। টাকা ফেরত চাহিলে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তার বাসা হইতে বের করে দেয়। এরপর গত ০২/০৯/২০২৩ইং এর পর থেকে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে জানতে পারি গত ১৫/১৬ দিন ধরে তার ভাগিনা শিশির মিয়াকে নিয়ে এলাকা থেকে উদাও হয়ে গেছে। এ কিষয়ে স্থানীয়রা জানায়, উক্ত ঘটনাটি সত্য। ইসলামের দৃষ্টিকোন থেকে এ ধরনের কাজ খুবই ঘৃনিত একটি বিষয়। আমরা এ ঘঁনায় তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় ভূক্তভোগী নজরুল থানায় একটি লিখিত অভেযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যাক্তিদের সন্ধানে পুলিশ কাজ করছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park