সিদ্ধিরগঞ্জে থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৩’নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাতে থানার বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার ধৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত বিএনপি’র নেতাকর্মীরা হলেন, নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মে: আরশাদ গাজী ও নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ