1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. reduanulhoque11@gmail.com : reduanulhoque :
  4. sohag42000@gmail.com : sohag42000 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন

গোদনাইল নয়াপাড়ার মাদকের ডিলার তেল চোর ইন্দুর জনির সন্ত্রাসী হামলায় ২জন আহত ॥ অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

গোদনাইল নয়াপাড়া এলাকার শহিদুল্লার ছেলে মাদকের ডিলার তেল চোর জনি ওরফে ইন্দুর জনি ও তার বাহিনীর সন্ত্রাসী হামলায় তেল ব্যবসায়ীর অফিস কর্মকর্তা তুষার ও ট্যাংকলরী ড্রাইভার লিটন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি গত ১৬ সেপ্টেম্বর শনিবার রাত ৮টায় বাগপাড়া এলাকায় ঘটেছে। আহতদের উদ্ধার করে রাতে খানপুর ৩’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এই ঘটনায় ব্যবসায়ী ইমাম বাদী হয়ে তার কোম্পানীর কর্মকর্তা তুষার ও ট্যাংকলরী ড্রাইভার লিটনের উপর হামলা ও কর্মকর্তার পকেটে থাকা ব্যবসার ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় তেল চোর ইন্দুর জনিকে প্রধান আসামী এবং তার বাহিনীর রবিন, সোহাগ, রমজান, বিপ্লব, রুস্তম, বাবুকে আসামী করে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
আহতরা সাংবাদিকদের জানায়, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় তেল ব্যবসায়ী ইমামের ট্যাংকলরীতে লোড থাকা ৮হাজার লিটার তেল হাউজে খালি করার কথা বলে গোদনাইল এসও এলাকা থেকে লোড গাড়ীর তেল ইন্দুর জনি অন্যত্র বিক্রি করে দেয়। তেল বিক্রির পর থেকে গত ৩দিন ধরে পলাতক ছিলো ইন্দুর জনি। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় ড্রাইভার লিটন তেল চোর ইন্দুর জনির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এদিকে ব্যবসায়ী ইমাম হোসেন ও তার লোকজন ইন্দুর জনিকে খুজতে খুজতে গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় নয়াপাড়া তার শ^শুর বাড়ীর সামনে ইন্দুর জনিকে দেখতে পেয়ে তেল বিক্রি ও টাকার কথা জানতে চায় ইমামের অফিস কর্মকর্তা তুষার রহমান ও ট্যাংকলরী ড্রাইভার লিটন । এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক বাধে। তর্ক থেকেই ইন্দুর জনি ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ব্যবসায়ী ইমাম হোসেনের অফিস কর্মকর্তা তুষার রহমান ও ট্যাংকলরী ড্রাইভার লিটনের উপর সন্ত্রাসী হামলা চালায়। ইন্দুর জনি ও তার সন্ত্রাসী বাহিনী মিলে তুষার ও লিটনকে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। ইন্দুর জনির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তুষারকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। ফলে তুষারের মাথা কেটে যায়। এসময় হামলাকারীরা তুষারের পকেটে থাকা ব্যবসার ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তেল চোর ইন্দুর জনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পালিয়ে যায়। সচেতন এলাকাবাসীর অভিযোগ, ইন্দুর জনি প্রকাশ্যে মাদক সেবন এবং বিক্রি করে সে গোদনাইল এলাকার যুব সমাজকে ধ্বংস করছে। এ ব্যাপারে পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদও প্রকাশিত হয়েছে। বিএনপি’র মতাদর্শী হয়েও কার খুটির জোরে ইন্দুর জনি প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে যাচ্ছে তা নিয়ে এলাকাবাসী চিন্তিত। তার কারনে গোদনাইল নয়াপাড়া মাদকের আখড়ায় পরিনত হয়েছে। এলাকার আনাচে-কানাচে তার লোকের মাধ্যমে চলছে মাদক ব্যবসা। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাজা ফেন্সিডিলের মতো ভয়ংকর মাদক। তার সাথে বিএনপি’র সিনিয়র নেতাদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। গোদনাইল নয়াপাড়া এলাকায় বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করতে ইন্দুর জনির রয়েছে বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কাজ হচ্ছে মাদক ব্যবসা, তেল চুরি, মারামারিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইন্দুর জনির মাদক সেবনের ছবি ছড়িয়ে পড়ে। যা দেখে যুব সমাজ উৎসাহীত হচ্ছে মাদক সেবনের প্রতি। তাদের দ্বারা এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত বলে সাংবাদিকদের জানায়। ইন্দুর জনি একজন চিহ্নিত তেল চোর। বিভিন্ন জায়গায় কর্মচারী থাকার সুবাদে বিভিন্ন মালিকের তেল চুরির অপরাধে চাকরিচ্যুত হয়েছে। ঘার ধরে বিভিন্ন তেল কম্পোনী থেকে বের করে দিয়েছে। এবারও ইমাম হোসেনের তেল চুরি করে বিক্রি করে দিয়ে পলাতক ছিলো। তেল বিক্রির কথা জিজ্ঞাসা করায় সন্ত্রাসী হামলা করেছে। এলাকাবাসীর দাবী ইন্দুর জনি ও তার সাঙ্গপাঙ্গদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মানুষ ও ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park