নারায়ণগঞ্জ প্রতিনিধি : “বীর বাঙ্গালী ঐক্য গড়,বাংলাদেশ রক্ষা করো” স্লোগানে আয়োজিত নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের ডাকা সমাবেশে যোগ দেয় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের নেতাকর্মীরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকা হতে নেতাকর্মী নিয়ে ২নং রেলগেইটস্থ শামীম ওসমানের জনসভায় যোগদান করে। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পায়। শেখ হাসিনার কল্যানে দেশ মধ্যম সারির উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। বিএনপি- জামায়াত জোট নির্বাচন বানচাল করার জন্য দেশী-বিদেশী দালালদের সহযোগিতায় ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। না হলে দেশ আরও ৫০ বছর পিছিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কে পুনরায় ক্ষমতায় আনতে হবে।