1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. reduanulhoque11@gmail.com : reduanulhoque :
  4. sohag42000@gmail.com : sohag42000 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

রুপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে গুরুতর জখম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের রুপগঞ্জের রুপদী কাজীপাড়া এলাকায় পাওনা টাকা ফেরত চাওয়ায় বালু ঘাটের লেবার সরদার নুর মোহাম্মদ নুরুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে মো.আবদুল্লার বিরুদ্ধে। এ বিষয়ে আহত নুর মোহাম্মদ নুরুর স্ত্রী লাকী বেগম রুপগঞ্জ থানায় আবদুল্লারি বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়,রুপসী কাজিপাড়া এলাকার লিটনের ছেলে মো.আবদুল্লাহ নুর মোহাম্মদের কাছ থেকে দুই মাস পুর্বে ৫শত টাকা ধার নিয়ে ছিলো। গত ১২ সেপ্টেম্বর রাত অনুমান ১টায় রূপগঞ্জ থানাধীন কাজিপাড়া সাকিনস্থ বালুর ঘাটে উক্ত বিবাদীর নিকট তাহার পাওনা টাকা ফেরৎ চাহিলে বিবাদী আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার স্বামী প্রতিবাদ করিলে বিবাদী আমার স্বামীকে মারপিট করার জন্য উদ্যত হয়। পরবর্তীতে আমার স্বামীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়। তারই ধারাবাহিকতায় ১নং বিবাদীসহ মোঃ আলিফা, মোঃ শান্ত,মোঃ লিটনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী বে-আইনী জনতাবদ্ধে তাহাদের হাতে চাকু, ছেন, রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, শাবল ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে লেবার ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে আমার স্বামী নুর মোহাম্মদ নুরুকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার স্বামী তার প্রতিবাদ করিলে ১নং বিবাদীর হুকুমে অন্যান্য আসামীগন আমার স্বামীকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ১নং বিবাদী তাহার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা চাপাতি দিয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া এলোপাথারী কোপ মারিলে আমার স্বামী তাহার ডান হাত দিয়ে এক কোপগুলি ফিরাইলে তাহার ডান হাতের ৪টি অংশে কাটা রক্তাক্ত জখম হয়। এবং আসামীর হাতে থাকা ছেন দিয়ে আমার স্বামীর দুই পায়ে এলোপাথারি কোপাইয়া কাটা রক্তাক্ত জখম করে। বিবাদীগনের আঘাতে আমার স্বামী জ্ঞান হারাইয়া মাটিতে পরিয়া গেলে এ বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্বামীকে পিটিয়ে বুকের বাম পাশের হাড় ভাঙ্গা জখম করেএ সময় বিবাদীরা আমার স্বামীর পকেটে থাকা প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আশ-পাশের লোকজন এগিয়ে এলে উপরোক্ত বিবাদীগন আমার স্বামীকে বিভিন্ন প্রকার ভয়তীতি ও সুযোগ পাইলে প্রান নাশের হুমকি প্রদান করে। পরে স্থানীয় লোকজন আমার স্বামী নুর মোহাম্মদ নুরুকে অজ্ঞাতনামা অটো রিক্সা যোগে আল-সাবিদ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত ডাক্তার আমার স্বামীর উন্নত চিকিৎসা জন্য রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। আমার স্বামীকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park