র্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৩
এফএনএ রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী অটো টায়ার ফ্যাক্টরীর বিপরীত পার্শ্বে কাচঁপুর-সিলেটগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা ও ৩৮৮ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত বুধবার ১৩ সেপ্টেম্বর ভোরে বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন চট্রগস্খাম বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকার কবিরের ছেলে মোঃ শাহ আলম @ মুন্না,কুমিল্লা মুরাদনগরের বৃষ্টিপুরের মৃত.ধনু মিয়ার ছেলে মোঃ সাহাবুদ্দিন এবং কুমিল্লা দেবিদ্বারের রসুলপুরের মৃত.মতিনের ছলে মোঃ রুবেল।
র্যাবের এএসপি মো.মোশারফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ আলম @ মুন্না, মোঃ সাহাবুদ্দিন এবং মোঃ রুবেল (২৭) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্মবেশ ধারন করে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেট’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ