মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২২ কেজি গাঁজাসহ মো. আমির হোসেন নামক এক সিএনজি চালককে আটক করেছে (পদ্মা সেতু উত্তর) থানা পুলিশ। পুলিশ জানায় গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মাওয়া চৌরাস্তায় নিয়মিত টহলের সময় পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল ইউনিয়নের দক্ষিণ মেদেনীমন্ডল সাকিনস্থ মো. আব্দুল লতিফের মালিকানাধীন পদ্মা জেনারেল স্টোরের সামনে থেমে থাকা সিএনজির ভিতরে গাঁজা ভর্তি দুটি চটের বস্তা পাওয়া যায়। এসময় পদ্মা সেতু উত্তর থানার এএসআই (নিঃ) মো. আনিচুর রহমান, এসআই (নিঃ) তাইফুর রহমান ও আশিকুর রহমান অভিযানে ২২ কেজি গাঁজাসহ সিএনজি চালক কে আটক করা হয়৷ সাথে থাকা দুজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় আসামি মোঃ আমির হোসেন (সিএনজি চালক) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাক্ষনদি ইউনিয়নের ছোট মনোহরদি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। উদ্ধারকৃত ৬টি পোটলায় ২২ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। ধারণা করা হচ্ছে গাঁজার এই চালান টি ঢাকার কেরানীগঞ্জ অথবা লৌহজংয়ের ঘোয়ালীমান্দ্রায় যাওয়ার সম্ভাবনা ছিল। গত বুধবার ঘোয়ালীমান্দ্রায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিরোধী আন্দোলন করেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা ধারণা করছেন এই চালানটি ঘোয়ালীমান্দ্রায় প্রবেশ করতো। তাদের মাদক বিরোধী আন্দোলন ছিলো ভিন্ন রকম কৌশল।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন সরকার জানান নিয়মিত টহলে মাদকের এই চালান সিএনজি চালকসহ আটক করা হয়েছে।নৌ পথে গাঁজার এই চালান টি আসছে ধারণা করা হচ্ছে। সিএনজিতে লোড করার সময় তাঁকে আটক করা হয়। আমার মনে হয় শুধু ২২ কেজি নয় আরও গাঁজা রয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।বাকি আসামিদের ধরার জন্য অভিযান চালানো হবে।#
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ