নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিক ও সাহিত্যিক সফুরউদ্দিন প্রভাতের গদ্যে পদ্যে মেশানো ব্যতিক্রমী গ্রন্থ ‘ইতিহাসের ধ্রুবতারা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে ছায়াবিথী প্রকাশনী। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ্উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম আলমগীর, স্ব্ধাীনতা শিক্ষক পরিষদের আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্টানে বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ