1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. reduanulhoque11@gmail.com : reduanulhoque :
  4. sohag42000@gmail.com : sohag42000 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল শেষ হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছেন : পলক সোনারগাঁয়ে সনমান্দী  ইউনিয়নে চারটি রাস্তা উদ্বোধন রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমন হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি দখলে নেয়ার পায়তারা এবারের বিশ্বকাপে নজর থাকবে যে পাঁচ অল রাউন্ডারের ওপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ৭ অক্টোবর উদ্বোধনের জন্য প্রস্তুত সোনারগাঁর মারীখালী নদী ও খাস জমি দখলের অভিযোগ বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর : ওবায়দুল কাদের

আমি ও পরীমনি ঠিক আছি: রাজ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে? প্রশ্নটি সবার। কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলে পরক্ষণেই পরীমনি দেন ভাঙনের খবর। নতুন খবর হচ্ছে— এক হয়েছেন রাজ-পরী।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে রাজ এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।
এ সময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।
এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।
দাম্পত্য জীবনে টানাপোড়েনের কারণে গত মাস তিনেক ধরে আলাদা থাকছেন রাজ ও পরীমনি। এই দম্পতির সন্তান রাজ্যের প্রথম জন্মদিন উপলক্ষ্যে গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজের দেখা মেলেনি। অবশ্য তার আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলেন তিনি। ওই দিন রাজ বাসায় গেলে পরীমনি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাজের মুখ দেখতেও অনীহা দেখান তিনি।
এদিকে গত সপ্তাহে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে রাজ-পরীর ছেলে রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। সেখানেই দেখা হয় রাজ ও পরীর, একসঙ্গে ছবিও তোলেন তারা। অনেকেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই দম্পতিকে পুনর্মিলনীর শুভেচ্ছা জানান।
কিন্তু তার একদিন পরই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রাজ ও পরীমনি। এর মধ্যে পরীমনি জ্বর নিয়ে এবং রাজ মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের হাসপাতালে ভর্তির বিষয় নিয়ে গুঞ্জনও ছড়ায়। তবে এসব খবর ভিত্তিহীন বলে জানালেন রাজ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park