উপজেলা পর্যায়ের কবি-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা লক্ষ্য করা যায়। বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় দুইদিন ব্যাপি সাহিত্য মেলা কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
২৭ ও ২৮ জুলাই মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালকিনি পৌর অডিটরিয়াম প্রাঙ্গণে সাহিত্য মেলা ও বইমেলা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পল্লব কুমার হাজরা, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ ও সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান।
সাহিত্য মেলায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী। মুখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন।
কালকিনি উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ। প্রবন্ধের ওপর আলোচনা করেন কবি বাবুল আশরাফ, নাট্যকার রুলীন রহমান ও গবেষক সুবল বিশ্বাস।
সাহিত্য বিষয়ক কর্মশালার প্রশিক্ষক ছিলেন শাহাদাত হোসেন লিটন। সাংস্কৃতিক পর্বে উপস্থাপনা করেন কুমার লাভলু। সমন্বয়ক ছিলেন কবি মাসুদ সুমন। অনুষ্ঠানে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। স্থানীয় শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক দেদারুল আলম মুরাদ ও উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান।
চিত্রাংকনে অরনিশা, ফাতেমা মম, আলভী, কুইজে সাবিদ ইসলাম সাফিন, আদনান সামী, নাদিরা, ধারাবাহিক গল্পবলায় পালমি, সাজিদ ও জান্নাতুল হুর বিজয় লাভ করেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ