আজকাল শত্রুকে বিপদের ফেলার জন্য সবচেয়ে আধুনিক উপায় হচ্ছে রেকর্ডিং। সহজে যে কাউকে ঘায়েল করা করার জন্য এর চেয়ে ভালো উপায় আর আজকের দিনে নেই। যে কেউ আপনাকে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সহজেই গুজব ছড়িয়ে দিতে পারে। গাজীপুরে ঠিক এমনটাই ঘটেছে।
মো: সুমন আহমেদ পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার, তাকে নিয়ে গাজীপুরের বড় বড় নেতাদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তার সাথে কথা বলে জানা যায়, ভূয়া রেকর্ডিং নিয়ে নানা ধরণের ভয় ভীতি দেখাচ্ছে কিছু ষড়যন্ত্রকারী। আজকের দিনে কত সহজে মানুষকে ভিক্টিম বানানো যায়।
তিনি আরো বলেন, “প্রতিদিন আমি ভয়ে থাকি, কখন কে আমাকে হামলা করে। আমি তো কারোর ব্যাপারে কিছু বলি নাই। প্রতিদিন ভয়ে ভয়ে দিন পার করছি।”
যদি এই হয় সমাজের পরিস্থিতি তাহলে সমাজের ভালো মানুষ গুলো কোথায় যাবে? এই প্রশ্ন করে জবাব মিলবে তো কখনো?
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ