নিষেধাজ্ঞা কাটিয়ে আগেই মাঠে ফিরলেও স্বাভাবিক রুপে দেখা যায়নি লিওনেল মেসিকে। পিএসজির হয়ে শেষ চার ম্যাচে ছিলেন গোলহীন।তবে শনিবার রাতে খরা কাটিয়ে জালের দেখা পান এই বিশ্বকাপজয়ী এই তারকা।তার ‘খরা’ কাটানো গোল দিয়েই পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা।
স্তাদে দি লা মেনিয়াওয়ে শনিবার (২৭ মে) স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। শিরোপা নিশ্চিত করতে আজকের ম্যাচে হার এড়ালেই হতো প্যারিসিসিয়ানদের। ৫৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৭৯ মিনিটে কেভিন গামেইরোর গোলে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা।
ম্যাচ ড্রয়ে শেষ হওয়ায় এক পয়েন্ট তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতে নিলো পিএসজি।
পিএসজির হয়ে এই ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই মেসি গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড।পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম্যাচে। আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম্যাচেই।
লিগ ওয়ানের শেষ রাউন্ড দিয়ে পিএসজির সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। অনেক জল্পনা-কল্পনা থাকলেও এখনও ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ