সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আব্দুল্লাহ হেল বাপ্পী (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে উপজেলার ঝাওয়াইল ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার কেজিপুর এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ